শিরোনাম

রংপুর, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) মহানগরের মডার্ন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মেসার্স চাঁদ ফিলিং স্টেশন, ট্রাস্ট এলপিজি স্টেশন এবং দর্শনা এলাকায় অবস্থিত রংপুর ফিলিং স্টেশনের পেট্রোল, অকটেন ও ডিজেলের পরিমাপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের জ্বালানির পরিমাপ সঠিক পাওয়া যায়।
তবে ডিসপেনসিং ইউনিটে নির্ধারিত স্টিকার ব্যবহার না করায় রংপুর ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আর কে রোডের টেক্সটাইল মোড় এলাকায় অবস্থিত মেসার্স সুরমা ফিলিং স্টেশনে প্রতি লিটারে ৭০ মিলিলিটার জ্বালানি কম সরবরাহের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শাহান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, পরিদর্শক (মেট) মো. নাসির উদ্দীন ও তাদমিরা শারমিন।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।