বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩

মুন্সীগঞ্জে হোটেল মালিককে জরিমানা 

মুন্সীগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার সিরাজদিখান উপজেলায় আজ নোংরা অস্বাস্থ্যকর  পরিবেশে খাদ্রপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ‘শখের কাচ্চি এন্ড বিরিয়ানি’ নামের হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজদিখান  উপজেলার ইছাপুরা চৌরাস্তায় বাজার মনিটরিংকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাচ্চি বিরিয়ানি, মোড়গ পোলাও এবং তেহারি প্রস্তুত করা, একই রেফ্রিজারেটরে কাচাঁ ও রান্না করা মাংস সংরক্ষণ এবং খাবারের প্যাকেটে মেয়াদোর্ত্তীণের তারিখ উল্লেখ না করায় ‘শখের কাচ্চি এন্ড বিরিয়ানি’ নামের হোটেলের মালিক মো. ইলিয়াসকে দশহাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিরাজদিখান উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শাহ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।