বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩০

উচ্চশিক্ষা সম্মেলনে শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের উপযোগী করার আহ্বান 

ছবি: বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পাশাপাশি গ্রাজুয়েটদের বৈশ্বিক চাকরি বাজারের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি, প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন দেশি-বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন’-এর তৃতীয় দিনে ‘উচ্চশিক্ষার ভবিষ্যত রূপরেখা: গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক সেশনে অংশ নিয়ে তাঁরা আজ বুধবার এ আহ্বান জানান। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের এই সেশনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

প্রফেসর আইয়ুব ইসলাম বলেন, ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করা এখন সময়ের দাবি। শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের চাহিদা উপেক্ষা করে কেবল প্রথাগত শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখা সম্ভব নয়। প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মেলাতে শিল্প ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্বের কোনো বিকল্প নেই।’

সেশনে আলোচকরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি রিলেশনস অফিসার’ নিয়োগের পরামর্শ দেন, যারা শিল্প ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জনবল ও দক্ষতার চাহিদা নিরূপণ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ডাস্ট্রি পার্ক ও সায়েন্স পার্ক স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। 

শিক্ষা বিশেষজ্ঞরা আরও বলেন, উচ্চশিক্ষা ও শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সময়োপযোগী নীতি কাঠামো প্রণয়ন এবং নিয়মিত পাঠ্যক্রম হালনাগাদ করা জরুরি।

সেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— বুয়েট উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস-এর রেক্টর মেজর জেনারেল (অব.) শহীদ কায়ানি এবং আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ। 

প্যানেল আলোচক হিসেবে অংশ নেন— শাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুল হান্নান চৌধুরী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল।

উল্লেখ্য, সম্মেলনে যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। 

আজ বুধবার ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা নেটওয়ার্ক শক্তিশালী করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

সম্মেলনে ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথরেখা: সহযোগিতা এবং নেটওয়ার্কিং’ শীর্ষক ৫ম সেশনে সভাপতিত্ব করেন বিশ্ব ব্যাংকের প্রাকটিস ম্যানেজার কিকো ইনোউ, নিউ এজ সম্পাদক নূরুল কবীর এর সভাপতিত্বে ‘উচ্চশিক্ষার রূপান্তরে অংশীজনের সাথে সংলাপ: সুশীল সমাজের কণ্ঠস্বর’ শীর্ষক ৬ষ্ঠ সেশনে সূচনা বক্তব্য দেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। 

এর বাইরে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান-এর সভাপতিত্বে ‘উপাচার্যদের সাথে সংলাপ: হিট  প্রকল্পের প্রেক্ষাপট’ শীর্ষক দিনের সর্বশেষ সেশনে সূচনা বক্তব্য রাখেন হিট প্রকল্পের পরিচালক ড. আসাদুজ্জামান।