শিরোনাম

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশ ও জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন।
আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বার্নে ফেডারেল প্যালেসে এক অনুষ্ঠানে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাহিদা সোবহান সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট পারমেলিনের কাছে তার পরিচয়পত্র উপস্থাপনকালে এ শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।
পরিচয়পত্র উপস্থাপনের পর ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের প্রটোকল প্রধান টেরেন্স বিলেটারের উপস্থিতিতে প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রেসিডেন্ট পারমেলিন জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সুইজারল্যান্ড অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময়ের কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সুইস প্রেসিডেন্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে খোঁজখবর নেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রেসিডেন্ট পারমেলিনকে জানান, বাংলাদেশ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং এ নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে।
তিনি নির্বাচন-পরবর্তী সময়েও বাংলাদেশ- সুইজারল্যান্ড সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রেসিডেন্ট পারমেলিনকে আশ্বস্ত করেন।
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রদূত নাহিদা সোবহান বার্নে একটি আবাসিক কূটনৈতিক মিশন খোলার বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়টি সুইস প্রেসিডেন্টকে অবহিত করেন।
প্রেসিডেন্ট পারমেলিন এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সুইজারল্যান্ডের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।