শিরোনাম

রাজবাড়ী, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার চৌধুরীসহ শিক্ষা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ২৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সুস্থ জীবনধারা গঠনে সহায়ক।
অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।