বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯

নোয়াখালীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিদপ্তরের

বুধবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : বাসস

নোয়াখালী, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার বেগমগঞ্জ উপজেলায় এলপিজি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উপজেলার একলাশপুর, চৌরাস্তা এবং বাংলা বাজার এলাকায় আজ বুধবার অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।

মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রস্তাব করায় বাংলাবাজার এলাকায় মুদি দোকানদার মো. শিমুলকে ৫ হাজার টাকা ও আরেক মুদি দোকানদার নাজমুল হাসান হৃদয়কে ভোক্তাকে নকল পণ্য সরবরাহ করার অপরাধে ৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স লোকমান স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই হাজার ও মেসার্স ক্যাফে স্টোরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন বাসসকে জানান, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থ রক্ষায় এই ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।