বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪২

মাদারীপুরে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা

মাদারীপুর, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার কালকিনি উপজেলায় আজ অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদের দায়ে আবুল হাসনাত-(৪৮) নামের এক ব্যবসায়ীকে (যমুনার ডিলার) ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার সকালে কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি (ভূরঘাটা) বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। 

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার ভূরঘাটা বাজারের গ্যাস ব্যবসায়ী (যমুনার ডিলার) আবুল হাসনাত তার প্রতিষ্ঠানে অনুমোদনের চেয়ে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছেন- এমন তথ্যের ভিত্তিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী আবুল হাসনাতকে (যমুনার ডিলার)  ৫০ হাজার টাকা জরিমান করা হয়। 

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ-উল আরেফীন জানান, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত সিলিন্ডার মজুদের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় ব্যবসায়ী আবুল হাসনাতকে পঞ্চাশহাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।