শিরোনাম

রাজশাহী, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের গবেষণামূলক জার্নাল ‘রিসার্চ জার্নাল অব মিউজিক’ এর সপ্তম সংখ্যা প্রকাশিত হয়েছে।
আজ বুধবার সকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এই জার্নালের মোড়ক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগীত বিভাগের সভাপতি প্রফেসর সনজিদা মইদ, প্রফেসর অসিত রায়, প্রফেসর পদ্মিনী দে, ড. সোনিয়া শারমিন খান, ড. দোলন সরকার, ড. মাহফুজা খাতুন, মো. আলমগীর পারভেজ প্রমুখ।
প্রসঙ্গত, জার্নালটির বর্তমান সংখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে।