বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

নেত্রকোণায় জলমহাল সংস্কার ও খনন প্রকল্পের সভা

জেলায় বুধবার এক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নেত্রকোণা, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ ময়মনসিংহ বিভাগের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাচারি পুকুর, খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি অন্যান্য জলমহাল সংস্কার ও খনন প্রকল্প বাস্তবায়নে এক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম সালাউদ্দিন নাগরী।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী এবং অতিরিক্ত সচিব (পিআরএল) রেজাউল কবীর।

সভায় জানানো হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের অধীনে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার ৩২টি উপজেলায় জলমহাল সংস্কারের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি টাকা।

প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের ২৫৭টি পুকুর ও জলাশয়ের মধ্যে প্রথম পর্যায়ে ১৩৬টি সংস্কার ও খননের প্রস্তাবনা এসেছে। প্রকল্পটির সম্ভাব্য মেয়াদকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন মাস পর্যন্ত। বর্তমানে প্রকল্পটির ডিপিপি (উচচ) প্রণয়নের কাজ চলছে।

সভায় প্রাকৃতিক জলাশয় চিহ্নিতকরণ, খনন পরবর্তী মাটি ব্যবস্থাপনা এবং হাওর এলাকার বিশেষ মৎস্য অভয়াশ্রম তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা জলাশয় খননের সময় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চারটি জেলা— শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং নেত্রকোনা জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বৃন্দ (ভূমি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।