শিরোনাম

কুড়িগ্রাম, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত কারবারির নাম আজিজার রহমান (৪২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী এলাকায় আজিজার রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. বজলার রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।