শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার দুপুর ১২টার দিকে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ও সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস্য ও গ্রাম পুলিশদের মধ্যে নির্বাচন কমিশনের প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।
এইদিন বিকেলে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের ওপর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।