শিরোনাম

বাগেরহাট, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাগেরহাট সদর-কচুয়া-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
আজ বেলা ১১ টায় বাগেরহাট মাছ বাজার, কাঁচা বাজার ও মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন কারণে তারা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেননি। বিশেষ করে ঘন ঘন চাঁদা দেয়ার কারণে অনেক ব্যবসায়ী পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক দুরবস্থার মধ্যে দিন কাটিয়েছেন।
এ সময় ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তুলনামূলক সহনীয় পর্যায়ে রয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্য, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে। ব্যবসায়ীরা যেন হয়রানি ও অবৈধ চাঁদাবাজির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং স্বচ্ছ লেনদেন ব্যবস্থা নিশ্চিতে তিনি বিভিন্ন সাজেশনমূলক বক্তব্য উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাজারের বিভিন্ন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলি রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তালুকদার শহীদুল ইসলাম স্বপন, পিসি কলেজ সাবেক জিএস যুবদল নেতা নিয়াজ হোসেন শৈবালসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।