বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৩১

মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচিত

মেহেরপুর, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

আজ বুধবার মেহেরপুর জেলা শিক্ষা অফিস এ তালিকা প্রকাশ করে।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম জানান- শ্রেষ্ঠ শিক্ষার্থী স্কুল পর্যায়ে নির্বাচিত হয়েছেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আবির রোশান লাবিব। কারিগরি শিক্ষা পর্যায়ে মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার স্নিগ্ধা। মাদ্রাসা পর্যায়ে গোভীপুর দাখিল মাদ্রাসার মাইশা সিদ্দিকা এবং কলেজ পর্যায়ে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফিয়া ইবনাত।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা আফরোজ, কারিগরি পর্যায়ে মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এস এম রফিকুল আলম, মাদ্রাসা পর্যায়ে গোভীপুর মাদ্রাসার শিক্ষক শুকুর আলী এবং কলেজ পর্যায়ে মেহেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. সঞ্জয় বলয়। 

এছাড়াও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে স্কুল পর্যায়ে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, কারিগরি পর্যায়ে মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শাহী আলী, মাদ্রাসা পর্যায়ে শিবপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসার আব্দুল ওয়াদুদ এবং কলেজ পর্যায়ে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ড. নজরুল কবীর নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্কুল পর্যায়ে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি পর্যায়ে গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, মাদ্রাসা পর্যায়ে হাড়াভাঙ্গা ডিএইচ ফাজিল মাদ্রাসা এবং কলেজ পর্যায়ে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ নির্বাচিত হয়েছে।

স্কাউট, রোভার ও বিএনসিসি কার্যক্রমে অবদানের জন্য শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের জুনায়েদ আহমেদ। শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন মেহেরপুর সরকারি কলেজের অনিক হাসান এবং শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হন একই কলেজের আমির হামজা। শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও শ্রেষ্ঠ গার্ল গাইডস গ্রুপ হিসেবে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

এছাড়া শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক আলমগীর হোসেন। 

শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সুখের চন্দ্র বিশ্বাস এবং শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক হিসেবে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শাহনাজ সুলতানা নির্বাচিত হন।