বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৩০

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন দুইটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্চুরি কমিশন (ইউজিসি)। বিভাগগুলো হচ্ছে-আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগ।

ইউজিসি’র পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই অনুমোদন দেয়া হয়।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, “আপনার বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নিম্নবর্ণিত শর্তে আইন অনুষদের অধীন ‘আইন বিভাগ’ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীন ‘হিসাব বিজ্ঞান বিভাগ’-এ শিক্ষা কার্যক্রম চালু করার অনুমোদন দেয়া হলো।”

বিভাগ চালুর শর্তের মধ্যে রয়েছে-নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। আইন এবং হিসাব বিজ্ঞান বিভাগের কারিকুলাম প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। লাইব্রেরিতে বিষয় সংশ্লিষ্ট পর্যাপ্ত বই ও জার্নালের ব্যবস্থা করতে হবে। এছাড়া ভবনের জরুরী নির্গমন সুবিধা, জরুরী চিকিৎসা সহায়তা ও বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিত করতে হবে বলে শর্তে উল্লেখ করা হয়েছে।