বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:০৯

ছাত্রদলের সদস্যদের প্রতি দেশ গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান

ছবি : বাসস

গাইবান্ধা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ছাত্রদলের সদস্যদের দেশপ্রেমের সাথে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রদলের সদস্যদের নৈতিক ও গঠনমূলক কর্মে আত্মনিয়োগ করতে হবে। 

গতকাল মঙ্গলবার জেলার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে অবস্থিত এআর প্লাস সেন্টারে ছাত্রদলের সদস্য ও নেতাদের জন্য অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় তারা এ আহ্বান জানান। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ছাত্রদল গোবিন্দগঞ্জ উপজেলা ইউনিট ‘জাতি গঠন পরিকল্পনা’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে। 

বক্তারা বলেন,  ছাত্ররাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের জাতি গঠনের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। লালিত লক্ষ্য অর্জনের জন্য ছাত্রদলের সদস্য এবং নেতাদের সব ধরনের অনিয়ম ও স্বজনপ্রীতি থেকে বিরত থাকতে হবে। বৈষম্যহীন দেশ ও সমাজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাদের ইতিবাচক ও আন্তরিক কর্মকাণ্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ছাত্রদলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির গোবিন্দগঞ্জ উপজেলা ইউনিটের সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক। ঢাকা থেকে আগত কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন। বিএনপি উপজেলা ইউনিটের আহ্বায়ক ফারুক আহমেদ সম্মানিত অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন।