শিরোনাম

বাগেরহাট, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল রমঙ্গলবার রাতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। জেলা প্রেসক্লাব সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন মানবিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।
এ সময় বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষ কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এমন মানবিক উদ্যোগের জন্য বাগেরহাট প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।