বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ২২:৫৬

৪৬তম বিসিএস : ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

পুন:নির্ধারিত সূচির আওতাভুক্ত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো : ১৮০০৪১৯১, ১৩০১০২১১, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১১৩৭৬৭২, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ১১০৪৮৩১২, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই তারিখ  পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।