শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকায় আয়োজিত দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিনিধিদের সম্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর যৌথ উদ্যোগে সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
ইউজিসি চেয়ারম্যান দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সম্মেলন ও পারস্পরিক মতবিনিময় উচ্চশিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
এপিইউবি-এর সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ এই আয়োজনের জন্য ইউজিসি-কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক রূপ ফুটিয়ে তোলা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দলীয় নৃত্য, মাইশা শওকতের নজরুল সংগীত এবং জনপ্রিয় গায়ক আবিদ তালুকদার ও মিনার রহমানের বিশেষ সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
এ ছাড়া শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর শিক্ষার্থীদের পরিবেশনায় ‘বাংলাদেশ হেরিটেজ’ শীর্ষক ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইউজিসি-এর সদস্যবৃন্দ, বিশ্বব্যাংক ও হিট প্রকল্পের প্রতিনিধি, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা, গবেষক এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেছেন, যা আঞ্চলিক সম্মেলন ২০২৬-এর মূল উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।