শিরোনাম

রাজশাহী, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): নগরীর শাহ মখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি গোয়েন্দা দল সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ওই এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে একটি যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে।
আরএমপির উপ-কমিশনার (মিডিয়া) গাজীউর রহমান বাসসকে বলেন, পুলিশের কাছে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্র নিয়ে সজ্জিত থাকার তথ্য ছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আগ্নেয়াস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়।