শিরোনাম

জামালপুর, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): আজ জেলা পরিষদের হলরুমে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ বিষয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ বিষয়ক বেসরকারি সংস্থা ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এই আলোচনা সভার আয়োজন করে।
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষার জন্য আমাদের নবায়নযোগ্য জ্বালানি উৎসের দিকে নজর দেওয়া উচিত। দেশে বিপুল পরিমাণ জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের বিকল্প নেই।
তারা বলেন, সরকার ইতোমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে। তারা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মাহাবুবুর রহমান মহব্বতের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বাবু ও সংগঠনের জেলা শাখার মহাসচিব শরীফ জামিল বক্তব্য রাখেন।