বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

প্রফেসর ড. ইয়াহইয়ার রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রফেসর ড. এ.এইচ.এম. ইয়াহইয়ার রহমান । ফাইল ছবি

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. ইয়াহইয়ার রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার উত্তরায় ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, ছাত্র-গবেষক ও শুভানুধ্যায়ীগণ অংশগ্রহণ করে তার স্মৃতিচারণ করেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. তাহির আহমদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা অনুষদের সাবেক ডিন ও ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী ড. মোহাম্মাদ ওবায়দুল্লাহ, রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক ও মরহুমের অধীনে এমফিল-পিএইচডি ডিগ্রি সম্পন্নকারী ড. মোহাম্মাদ আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া ক্যাম্পাসের) অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মোহাম্মাদ আমজাদ হোসেন, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সৌদি আরবের জাযান ইউনিভার্সিটির সাবেক ফ্যাকাল্টি মেম্বার ড. মোজাম্মল হক।

এছাড়াও আলোচনা করেন রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান খান, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মাদ আবু ইয়াসিন, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, জ্যেষ্ঠ সাংবাদিক হাফেজ ইসমাঈল আহসান, মাইলস্টোন কলেজের সিনিয়র ফ্যাকাল্টি ড. জয়নুল আবেদীন খান, ব্যাংকার মোহাম্মাদ আব্দুর রশীদ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের ডা. আব্দুল্লাহ তানভীর (মরহুমের ছোট জামাতা) প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমের ছোট ছেলে, মাইলস্টোন কলেজের লেকচারার ও পিএইচডি গবেষক হাসান ইয়াহইয়া।