বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:০৯

ভোলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হামিদ পারভেজ 

ছবি: বাসস

ভোলা, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): মাধ্যমিক পর্যায়ে ভোলা জেলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হামিদ পারভেজ। 

জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক মো. হামিদ পারভেজ এর নাম ঘোষণা করা হয়। 

ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ শিক্ষক মো. হামিদ পারভেজ এর নাম ঘোষণা করেন। 

এ অনুষ্ঠানে সহকারী শিক্ষক হামিদ পারভেজ বলেন, শিক্ষক হিসেবে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কাজের মূল্যায়নের প্রেক্ষিতে আমি জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত।

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজাহারুল হক বলেন, হামিদ পারভেজ একদিকে আমার স্কুলের সহকারী শিক্ষক। অন্যদিকে, অতিরিক্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি আনন্দিত। তিনি বলেন, হামিদ পারভেজ একজন দক্ষ ও যোগ্যতাসম্পন্ন সহকারী শিক্ষক।

আজাহারুল হক বলেন, প্রতি বছরের মতো এ বছরেও শিক্ষা সপ্তাহে কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রথমে উপজেলা পর্যায়ে যারা প্রথম হন, তারা আসেন জেলা পর্যায়ে। আবার জেলা পর্যায়ে যারা প্রথম হন, তারা যাবেন বরিশাল উপ-অঞ্চলে। এরপর বরিশাল উপ-অঞ্চলে যারা প্রথম হবেন, তারা যাবেন অঞ্চল পর্যায়ে। অঞ্চল পর্যায়ে যারা প্রথম হবেন, তারা জাতীয় পর্যায়ে অংশ নেবেন।

তিনি আরো বলেন, জেলায় যাচাই বাছাই করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। সেখানে ভোলা থেকে হামিদ পারভেজ জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন। এ বিষয়টি আমাদের জন্য গর্বের।