বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:২৯

ঠাকুরগাঁওয়ে শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে।  ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে। 

আজ মঙ্গলবার সদর উপজেলার জগন্নাথপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩টি যানবাহনকে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তামিম হাসান প্রসিকিউশন প্রদান করেন।

এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একইসঙ্গে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়। জেলার আনসার সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।  

পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।