শিরোনাম

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষ পর্যায়ে আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
আজ (সোমবার) বেলা ১২টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটি আজ জিএসটি গুচ্ছভুক্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে (হিসাববিজ্ঞান ও আইন) শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়ে গুচ্ছভুক্ত হয়। ফলে বর্তমানে মোট বিশ্ববিদ্যালয় সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।
এতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই নতুন বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এই বিশেষ পর্যায়ের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
সে অনুযায়ী, প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায় (১২-১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত) আবেদন করা সকল শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী নওগাঁ বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের নতুন আবেদনকারীদের আগের নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে একটি কেন্দ্র নির্বাচন করতে হবে। তবে প্রথম পর্যায়ে যারা আবেদন সম্পন্ন করেছেন, তাদের পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সুযোগ থাকবে না।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জিএসটি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-Gi মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছে ভর্তি কমিটি।
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়।