বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৪:৩১

মাদরাসা শিক্ষার্থীদের জন্য আইএইউ’র বিশেষ কর্মসূচি ‘তুমি আলেম হও' গ্রহণ

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের মাদরাসা শিক্ষার্থীদের যুগের চাহিদা পূরণে সক্ষম, যোগ্য আলেম এবং দ্বীনের প্রকৃত দা’ঈ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে "كُنْ عَالِماً" (তুমি আলেম হও) শীর্ষক একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে দেশের একমাত্র সরকারি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (আইএইউ)।

কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসায় বিশেষ পোস্টার প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ অলী উল্যাহ এ কথা জানান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত জারি করা গতকালের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে ইলমের প্রকৃত চেতনা জাগ্রত করতে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির প্রাথমিক কার্যক্রম সম্বলিত একটি বিশেষ পোস্টার ডিজাইন করা হয়েছে, যা আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টারের বৈশিষ্ট্য ও নির্দেশনা :
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ ইঞ্চি প্রস্থের পোস্টারটি হবে মেরুন, সবুজ, সোনালী ও সাদা রঙের সংমিশ্রণে তৈরি। এর লোগোতে ইলমের মূল উৎস হিসেবে পবিত্র কুরআন ও হাদীসের আইকন ব্যবহার করা হয়েছে।

পোস্টারের মূল ডিজাইন ও লেখা ঠিক রেখে মাদরাসাগুলো নিজ নিজ নাম ও লোগো যুক্ত করে এটি প্রিন্ট করবে। পোস্টারটি স্টিকার প্রিন্ট করে পিভিসি বোর্ডে গোল্ডেন কালারের ফ্রেমে বাঁধাই করে ক্লাসরুমসহ প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে স্থাপন করতে হবে।

এছাড়া পোস্টারের ডিজিটাল কপি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://iau.edu.bd/tahথেকে সংগ্রহ করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।

দেশের সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা গুরুত্বের সাথে পালন করার জন্য অনুরোধ করা হয়েছে।