বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩

কুমিল্লায় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় বিভিন্ন সীমান্ত এলাকা ও রেলস্টেশনে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য, আতশবাজিসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় চৌদ্দগ্রাম ও কুমিল্লা সদর উপজেলায় পরিচালিত অভিযানকালে এসব মালামাল উদ্ধার করা হয়।

আজ রোববার সন্ধ্যায় বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এসব নিশ্চিত করেন।  

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে মালিকবিহীন অবস্থায় ২৩ লাখ ৮০ হাজার তিনশ টাকা মূল্যের বিভিন্ন প্রকার আতশবাজি, ফুচকা সামগ্রী, বাসমতি চাল ও বিভিন্ন প্রসাধনী পণ্য জব্দ করা হয়।

এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ডিমাতলী নামক স্থান থেকে ৪০ কেজি গাঁজা সহ একব্যক্তিকে আটক করা হয়। একই সময়ে সীমান্তের বিভিন্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৪ লাখ ৬২ হাজার ৮০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ ঘণ্টায় জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৬৮ লাখ ৪২ হাজার ৩৮০ টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।