শিরোনাম

চট্টগ্রাম উত্তর (হাটহাজারী), ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাটহাজারী উপজেলার হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের পাঁচটি ‘চরঘেরা’ জাল উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী তথ্য নিশ্চিত করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে হাটহাজারী রামদাসহাট, সত্তারঘাট, মাছুয়াঘোনা ও কেরামতলী পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে পাঁচটি চরঘেরা জাল জব্দ করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু মাছ শিকারিরা জাল ফেলে পালিয়ে যায়।
জব্দ করা পাঁচটি জালের আনুমানিক বাজারমূল্য লাখ টাকার বেশি। রোববার দুপুরে জব্দকৃত জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও পুলিশ সদস্যগণ এবং হালদা প্রকল্পের পাহারাদাররা অভিযানে সহায়তা করেন।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, হালদা নদীর জীববৈচিত্র্য ও মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।