বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২১:৫৪

‘মাই বাংলাদেশ, মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করছে জাইকা

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের দৃষ্টিতে তুলে ধরতে দেশব্যাপী ‘মাই বাংলাদেশ, মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাইকা বাংলাদেশ। আলোকচিত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের বাংলাদেশি নাগরিককে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দেশব্যাপী মানুষ দৈনন্দিন যে অগ্রগতি ও উন্নয়ন প্রত্যক্ষ করছে, সেগুলোকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা এবং সেসব গল্পের প্রতি সবার দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি আগামী ২০ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারীদের স্মার্টফোন বা পেশাদার ক্যামেরায় তোলা একটি মৌলিক আলোকচিত্র জমা দিতে হবে।

ছবিটি অংশগ্রহণকারীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল (পাবলিক সেটিংসসহ) থেকে #MyBangladeshMyDevelopment এবং #JICABangladesh হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করতে হবে। একই সঙ্গে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আলোকচিত্রটি জমা দিতে হবে। সেখানে আলোকচিত্রটি কীভাবে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং ধারণকৃত মুহূর্তের পেছনের গল্প কী-তা ব্যাখ্যা করে একটি বিবরণ যুক্ত করতে হবে।

ডাউনলোড করা, নকল (প্লেজারাইজড) বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে তৈরি কোনো কনটেন্ট গ্রহণ করা হবে না।

জাইকা বাংলাদেশের মনোনীত একটি বিচারক প্যানেল জমা পড়া আলোকচিত্রগুলো মূল্যায়ন করবেন। মূল্যায়নের মানদণ্ডের মধ্যে থাকবে— থিমের সঙ্গে সামঞ্জস্য, কারিগরি মান, সম্পাদনা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা, সৃজনশীলতা এবং সামগ্রিক কম্পোজিশন। ফেসবুক পোস্টের রিচও বিচারপ্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে।

বাছাইকৃত আলোকচিত্রগুলো জাইকা বাংলাদেশের উদ্যোগে ডিজিটাল প্রদর্শনীতে উপস্থাপন করা হবে এবং সেরা চারটি আলোকচিত্র নগদ পুরস্কার পাবে। নির্বাচিত কিছু আলোকচিত্র যথাযথ আলোকচিত্রীর নাম উল্লেখসহ জাইকার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্বের বিভিন্ন যোগাযোগ উপকরণে প্রকাশ হতে পারে।

অংশগ্রহণকারীদের ছবি তোলার সময় নিজ নিজ নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার এবং নৈতিক ও আইনগত সীমার মধ্যে থাকার আহ্বান জানিয়েছে জাইকা বাংলাদেশ। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের মানুষের চোখে দেখা উন্নয়নগাঁথা সংরক্ষণ ও বিশ্ব দরবারে তুলে ধরাই জাইকার লক্ষ্য।