শিরোনাম

গাজীপুর, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার শ্রীপুর নতুন বাজার এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি বসতঘর ও ৪টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
গতকাল বুধবার রাতে নতুন বাজারের উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নুরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নুরুল কবির জানান, রাত ১১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও কিছু সময় লাগে। ততক্ষণে আগুনে বেশিরভাগ ঘর পুড়ে গেছে। কিছু অংশ সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এছাড়া পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মনিহারি, কাপড় ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে।
বাড়ির মালিক আকরামুল খান জানায়, হঠাৎ করেই বাড়িতে আগুন ধরে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই একের পর এক ঘর পুড়তে থাকে।