শিরোনাম

জয়পুরহাট, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জয়পুরহাটে দুস্থ, অসহায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জয়পুরহাট জেলা শাখার চেয়ারম্যান আকরাম হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, আব্দুল হাই, আকতারুল জামান প্রমুখ।
অনুষ্ঠানে ১৪০ জনকে ৫০০ টাকা করে এবং ১২ জনকে ১০০০ টাকা করে প্রদান করা হয়।