বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮

মানিকগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে 

মানিকগঞ্জ, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মানিকগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সাফল্যের সঙ্গে অব্যাহত রয়েছে। ধান ও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আইয়ুব রায়হান বলেন, জেলায় ধান ও চাল সংগ্রহ ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 

তিনি জানান, খাদ্য অধিদপ্তর জেলায় ১৮৪ মেট্রিক টন ধান এবং ৯৫৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে জেলায় এখন পর্যন্ত মোট ২৮৫ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৪৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। ধান-চাল সংগ্রহ অব্যাহত রয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান বলেন, সরকার প্রতি কেজি চালের দাম ৫০ টাকা এবং প্রতি কেজি ধানের দাম ৩৪ টাকা নির্ধারণ করেছে।