বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৯

সুন্দরবনের ডাকাত দলের নেতা মাসুম মৃধা অস্ত্রসহ গ্রেফতার

খুলনা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সুন্দরবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বন ডাকাত দলের নেতা মাসুম মৃধাকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সুন্দরবনের জেলে ও পর্যটকদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্কের উৎস হিসেবে পরিচিত মাসুম মৃধাকে বুধবার রাতে বন সংলগ্ন কৈলাশগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে তার সহযোগী ইফাজ ফকিরকেও আটক করা হয়।

অভিযানের সময়, কোস্টগার্ড সদস্যরা তিনটি স্থানীয়ভাবে তৈরি ওয়ান-শট পাইপগান, আট রাউন্ড তাজা গুলি, চারটি খালি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, দু’টি স্থানীয়ভাবে তৈরি কুড়াল, একটি চাপাতি ও একটি স্টিলের পাইপ উদ্ধার করে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, ২ জানুয়ারি, মাসুমের দলের সদস্যরা গোলকানন রিসোর্টের মালিক এবং দুই পর্যটককে কাঠের নৌকায় করে সুন্দরবনের কানুর খাল এলাকায় যাওয়ার সময় অপহরণ করে। পরে এই চক্রটি ভুক্তভোগীদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে অবহিত হওয়ার পর, কোস্টগার্ড গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি এবং আর্থিক সন্ধান ব্যবহার করে একটি যৌথ অভিযান শুরু করে। ৪৮ ঘন্টার একটানা অভিযানের পর, অপহৃত পর্যটক এবং রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে জেলেদের অপহরণের ঘটনায় মাসুম মৃধার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

কোস্টগার্ড জানায়, গত এক বছরে পশ্চিম জোন সুন্দরবন এলাকা থেকে মোট ৩৮টি আগ্নেয়াস্ত্র, দু’টি হাতবোমা, ৭৪টি স্থানীয়ভাবে তৈরি অস্ত্র, বিপুল পরিমাণে অস্ত্র তৈরির উপকরণ এবং ৪৪৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সুন্দরবনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোস্টগার্ডের জনবল বৃদ্ধি, কৌশলগত স্থানে নতুন স্টেশন স্থাপন, উচ্চ গতির নৌকা যোগ করা এবং আধুনিক ড্রোন-ভিত্তিক নজরদারি সম্প্রসারণ করা প্রয়োজন বলে মনে করেন কোস্টকার্ড কর্মকর্তাগণ।