বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:১৯

রাঙ্গামাটিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় দিনব্যাপী (প্রথম ব্যাচের) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামান। প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ অরুণ চন্দ্র রায় ও কৃষিবিদ শাফিয়ার রহমান।

এ সময় কৃষিবিদ মো. মনিরুজ্জামান বলেন, পার্বত্য অঞ্চলে একক জাতের আম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমানে অনেক কৃষক আম চাষে আগ্রহী হয়ে বাণিজ্যিক চাষাবাদের লক্ষ্যে বাগান করছেন। 

পাহাড়ের এসব বাগানগুলো পরিকল্পিতভাবে রপ্তানিযোগ্য উৎপাদন করার জন্য যাবতীয় সহযোগিতা প্রদান করতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

এছাড়া মাস্টার ট্রেইনারদয় কিভাবে একটি বাগানের উৎপাদন রপ্তানিযোগ্য করা যায় এর বিভিন্ন ধাপগুলো বিস্তারিতভাবে আলোচনা করেন।

রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ৩০ জন কর্মকর্তারা অংশ নেন।