শিরোনাম

চট্টগ্রাম, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বাঁশখালীতে বন বিভাগের সংরক্ষিত সরকারি ভূমি দখল করে গড়ে ওঠা একটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার হওয়া জমির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের বচিরা বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন। এসময় সেনাবাহিনী, বাঁশখালী থানা পুলিশ, চাম্বল, নাপোড়া ও পুঁইছুড়ি ফরেস্ট এবং জলদী রেঞ্জের কর্মকর্তাসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, বন বিভাগের সংরক্ষিত ১০০ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছিল। স্থানীয়দের বারবার সতর্ক করার পরও তারা কাজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাড়িটি ভেঙে দিয়ে সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন জানান, বারবার সতর্ক করা সত্ত্বেও বাড়ি সরানো না হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে নির্মিত বাড়ি ভেঙে সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে সরকারি বনাঞ্চল রক্ষা ও অবৈধ দখল রোধের জন্য প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।