শিরোনাম

বাগেরহাট, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় বাগেরহাটের চিতলমারীতে ২ দিনব্যাপী কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষক হল রুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৩০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ড. মো. মনির হোসেন। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মধ্যে ফলের চারা ও বীজ বিতরণ করা হয়েছে।