বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:২৯

বাগেরহাটে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

ছবি: বাসস

বাগেরহাট, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার চিতলমারী উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী ৩০ জন কৃষক-কৃষানীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষক হল রুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২য় দিনে সমাপনী  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. সিফাত আল মারুফের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার উপ পরিচালক মো. মোতাহার হোসেন।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার  ড. মো. মনির হোসেন। 

প্রশিক্ষণ শেষে কৃষক -কৃষানীদের মাঝে ফলের চারা ও বীজ বিতরণ করা হয়েছে।