বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:৫০

লালমনিরহাটে এসকাফ উদ্ধার, গ্রেফতার ১

লালমনিরহাট, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার  কালীগঞ্জ উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক এসকাফ উদ্ধার করা হয়েছে।
অভিযানে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে র‌্যাব।

গতকাল বুধবার বিকেলে রংপুর সদর কোম্পানির র‌্যাব-১৩ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর কদমতলা গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মেঝের নিচে পুঁতে রাখা ড্রামের ভেতর এবং অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল থেকে মোট ৩৪৪ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. আকিমুল ইসলাম আপেল (৩২), তিনি চন্দ্রপুর বাজার এলাকার বাসিন্দা ।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অনুযায়ী মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।