বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:৪১

নাটোরে পোস্টাল ব্যালটের ভোটার ১১ হাজার ১২৪ জন

ছবি : বাসস

।। ফারাজী আহম্মদ রফিক বাবন।।

নাটোর, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১১ হাজার ১২৪ জন ভোটার।

এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং কারাগারের বন্দী হিসেবে রয়েছেন ৮ হাজার ২৪৬ জন এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন ২ হাজার ৮৭৮ জন।

অন্যদিকে আসনভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে রয়েছেন ২ হাজার ৭৯৫ জন। এর মধ্যে দুই হাজার ৩৩১ জন পুরুষ এবং ৪৬৪ জন নারী।

নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনে রয়েছেন তিন হাজার ৩৪৩ জন। এর মধ্যে ২ হাজার ৮৪৯ জন পুরুষ এবং ৪৯৪ জন নারী।

সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসনে রয়েছেন দুই হাজার ১০৪ জন। এর মধ্যে এক হাজার ৬৬৯ জন পুরুষ এবং ৪৩৫ জন নারী।
এদিকে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনে রয়েছেন দুই হাজার ৮৮২ জন ভোটার। এর মধ্যে দুই হাজার ৪৭৭ জন পুরুষ এবং ৪০৫ জন নারী।

কানাডা প্রবাসী সৈয়দ মিল্টন রেজা নাটোর-২ আসনের ভোটার। তিনি বলেন, প্রথম বারের মত প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পেতে যাচ্ছেন। একইসঙ্গে গণভোটে ভোট দেওয়া যাবে। দেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় সংস্কারে মতামত প্রদানের সুযোগ পাওয়া গৌরবের। এই উদ্যোগ গ্রহণ করায় বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, নিবন্ধিত ভোটারবৃন্দের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। 

নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানা সম্বলিত খামে মুখ বন্ধ করে ভোটারবৃন্দ ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সময় শেষ হলে বিকেল সাড়ে চারটায় রিটার্নিং অফিসারের দপ্তরে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।