শিরোনাম

মানিকগঞ্জ, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতবছরের নভেম্বরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হলেরও সরকারি নির্দেশে এর সমাপনী স্থগিত করা হয়েছিল।
মানিকগঞ্জ জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় জেলা পশুচিকিৎসা কর্মকর্তা ডা. এবিএম রেজ্জাকুল হায়দার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সপ্তাহব্যাপী পশু প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।