বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:০৭

বান্দরবানে গণভোট বিষয়ে তথ্যপত্র বিতরণ ও গণসংযোগে প্রশাসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বুধবার বান্দরবানে নাগরিক তথ্যপত্র (লিফলেট) বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বান্দরবান, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে প্রথমবারের মতো নাগরিক তথ্যপত্র (লিফলেট) বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবানের থানচি উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের নেতৃত্বে এ কর্মসূচির আওতায় বাজার এলাকা, জনসমাগমস্থল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের অধিকার, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনকালীন আচরণবিধি এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, “সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। তথ্যভিত্তিক এই লিফলেটের মাধ্যমে জনগণ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সঠিক ধারণা পাবে এবং দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত হবে।”

এসময় উপস্থিত ছিলেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ পুলিশের কর্মকর্তারা।

এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুর্গম এলাকাতেও এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে।