বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:০৬

মোড়লগঞ্জে গণভোট ও নির্বাচনী উঠান বৈঠক

ছবি : বাসস

বাগেরহাট, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা তথ্য অফিস বাগেরহাটের আয়োজনে মোড়লগঞ্জ উপজেলার মডেল মসজিদ ও ৯০ রশি বাসস্ট্যান্ড চত্বরে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবদুল্লাহ বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচন সংক্রান্ত গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বৈঠকে জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামসহ কর্মকর্তারা গণভোট ও নির্বাচনের গুরুত্ব, ভোট প্রদানের নিয়মাবলি এবং নাগরিকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।