শিরোনাম

সাতক্ষীরা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে লোকালয়ে আসা একটি হরিণ উদ্ধার করে বনের মধ্যে অবমুক্ত করেছে বনবিভাগের সদস্যরা।
আজ মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে দিকভ্রান্ত হয়ে হরিণটি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া লোকালয়ে প্রবেশ করে। পরে স্থানীয়রা হরিণটিকে নিরাপদে আটক করে বন বিভাগে খবর দেন। এরপর বন বিভাগের সদস্যরা এসে হরিণটিকে নিয়ে সুন্দরবনের ভিতরে অবমুক্ত করেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের ভিতরে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, শীতকালে বনের ভেতরে পানির লেবেল কমে যাওয়া, খাদ্য সংকট অথবা সুন্দরবনের ভিতরে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয়।
উল্লেখ্য : এর আগে গত ২৫ ও ৩১ ডিসেম্বর লোকালয় থেকে আরো দুটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।