বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ০০:২২

এনএসডিএ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন লুৎফে সিদ্দিকী

সোমবার প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) পরিদর্শন করেছেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সোমবার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) পরিদর্শন করেছেন। এসময় তিনি এনএসডিএ আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন।

এনএসডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তাকে সংস্থাটির চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রম, দক্ষ জনশক্তি গড়ে তুলতে নেওয়া উদ্যোগ এবং দেশের সামগ্রিক স্কিলস ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কউছার চৌধুরী।

অনুষ্ঠানে লুৎফে সিদ্দিকী দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতামূলক কর্মশক্তি গড়ে তুলতে আধুনিক, চাহিদাভিত্তিক এবং নিয়মিত হালনাগাদ পাঠ্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কাঠামো শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, দক্ষতা বিষয়ক উদ্যোগগুলোর দৃশ্যমানতা নিশ্চিত করা এবং সরকারী মন্ত্রণালয়, দপ্তর, বেসরকারি খাতের অংশীজন ও ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে সমন্বিত সম্পৃক্ততা প্রয়োজন।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে সমগ্র সরকারভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে টেকসই সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার অত্যাবশ্যক বলেও মন্তব্য করেন।

আন্তর্জাতিক শ্রমবাজার, বিশেষ করে জাপান, সিঙ্গাপুর ও সৌদি আরবের মত দেশে কাজের উপযোগী দক্ষ পেশাজীবী তৈরির বিষয়ে কৌশলগত দিকনির্দেশনা দেন লুৎফে সিদ্দিকী।

পাশাপাশি দেশীয় ও বিদেশি কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তির চাহিদা নিরূপণ এবং সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় এনএসডিএর সদস্য, পরিচালক, পরামর্শক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।