বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ২০:৪৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে মোহাম্মদ মিজানুর রহমানের যোগদান

ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): মোহাম্মদ মিজানুর রহমান আজ পূর্বাহ্নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সুদীর্ঘ পেশাজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।

মিজানুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সরকারি চাকরিতে যোগদান করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করার পর তিনি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ জনপ্রশাসন সংস্কার কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কাজ করেছেন।

এছাড়াও তিনি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়েও কর্মরত ছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা অর্জন করেন। বিভিন্ন বিভাগে কাজ করার ফলে জনপ্রশাসন ও সুশাসন বিষয়ে তার গভীর ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে।

মোহাম্মদ মিজানুর রহমান আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব এর দপ্তরে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।