বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:৩১

জামালপুরে নির্বাচন ও গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা অব্যাহত

জামালপুর জেলা তথ্য অফিস ১৩তম সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য ব্যাপক প্রচারণা অব্যাহত রেখেছে। ছবি : বাসস

জামালপুর, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা তথ্য অফিস ১৩তম সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য ব্যাপক প্রচারণা অব্যাহত রেখেছে।

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, ১৩তম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১২ ডিসেম্বর থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলার সাতটি উপজেলায় উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শন এবং রোড মাইকিং করা হয়েছে।

জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমরা বিশেষ করে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরি করছি, কারণ বেশিরভাগ মানুষ এটি সম্পর্কে জানেন না। 

তিনি বলেন, নির্বাচনের আগে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা অব্যাহত থাকবে।