বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:২১

চাঁদপুর মাছঘাট থেকে পৌনে ৯ মণ জাটকা জব্দ

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান চালিয়ে মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি (৮.৭৫ মণ) জাটকা জব্দ করেছে। ছবি : বাসস

চাঁদপুর, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান চালিয়ে মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি (৮.৭৫ মণ) জাটকা জব্দ করেছে।

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় এ অভিযান চালানো হয়।

গতকাল রোববার রাতে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি জানান, কম্বিং অপারেশন উপলক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ভোর ৫টা থেকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মাছঘাট থেকে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। কেউ জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, পরবর্তীতে বিকেলে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ৪টি ধাপে এই অপারেশন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।