বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ২৩:২৪

খুলনার ৬ আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১১

ফাইল ছবি

খুলনা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): খুলনার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা মোট ৪৬টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত বুধবার থেকে রোববার পর্যন্ত চার দিনব্যাপী যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা প্রশাসক ও আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা আ.স.ম. জামশেদ খোন্দকার বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থতা ও বিভিন্ন ত্রুটির কারণে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

খুলনা-১ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় এবং জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন।

এ আসনে বাতিল প্রার্থীরা হলেন গণঅধিকার পরিষদের জি. এম. রোকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত্য কুমার মণ্ডল।

খুলনা-২ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং যাচাই-বাছাই শেষে সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামী খুলনা মহানগরের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি মুফতি আমানুল্লাহ এবং খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম।

খুলনা-৩ আসন: এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ, বাসদের জনার্দন দত্ত, খেলাফত মজলিসের এফ. এম. হারুন অর রশিদ, এনডিএম-এর শেখ আরমান হোসেন এবং জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন।

এ আসনে বাতিল প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল রউফ মোল্লা, মো. আবুল হাসনাত সিদ্দিক ও এস. এম. আরিফুর রহমান মিঠু।

খুলনা-৪ এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ, বিএনপির এস. কে. আজিজুল বারী, খেলাফত মজলিসের এস. এম. সাখাওয়াত হোসাইন এবং জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম। এ আসনে স্বতন্ত্র প্রার্থী এস. এম. আজমল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুলনা-৫ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার এবং খেলাফত মজলিসের মো. আব্দুল কাইয়ুম জমাদার।

এ আসনে জাতীয় পার্টির শামীম আরা পারভীন (ইয়াসমীন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুলনা-৬ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

এ আসনে জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়েছে।