বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ২০:১৯

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদ থেকে ২৪ ঘণ্টা পর বাঘিনী উদ্ধার

ছবি: বাসস

খুলনা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস):  সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া এক বাঘিনীকে আজ বিকেলে বন বিভাগ উদ্ধার করেছে এবং পরে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রায় দুই ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়। প্রথমে বাঘিনীটিকে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে অজ্ঞান হয়। এরপর নিরাপদে ফাঁদ থেকে মুক্ত করা হয় বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস।

বন কর্মকর্তারা জানান, শনিবার দুপুরে টহলকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা সরকার খাল এলাকায় ফাঁদে আটকে থাকা বাঘিনীকে দেখতে পান।

উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আজ  সকালে সম্পন্ন করা হয়।

গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী বিশেষজ্ঞ পশুচিকিৎসক জুলকার নাঈমের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালিত হয়।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রথমে বাঘিনীটিকে অজ্ঞান করা হয়। সম্পূর্ণ অচেতন হওয়ার পর  বন থেকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়।

খুলনায় বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে বাঘিনীটির চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আবার সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলে জানান আজাদ কবির।