বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

সাতক্ষীরা, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার আলিপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুর রউফ।

জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদীর সঞ্চালনায় এ কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম- আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান, এড. নুরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।