শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কথা ও বক্তব্যে কখনো রূঢ় ভাষার প্রকাশ ঘটেনি। একই সঙ্গে তাঁর আচরণে এ দেশের সাধারণ মানুষ ও আলেম সমাজ কখনো ব্যথিত হননি।
আজ সকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন দেশপ্রেমিক নেত্রী এবং জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে তিনি জাতিকে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। শত নির্যাতন ও জুলুমের শিকার হয়েও তিনি কখনো দেশ ত্যাগ করেননি এবং অন্যায়ের সঙ্গে আপোস করেননি।
মাদরাসা শিক্ষার উন্নয়নে তাঁর অবদান স্মরণ করে ড. শামছুল আলম বলেন, “বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই মাদরাসা শিক্ষার ফাজিল ও কামিল পর্যায়কে যথাক্রমে ডিগ্রি ও মাস্টার্সের সমমান প্রদান করা হয়, যা এ দেশের মাদরাসা শিক্ষার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ।”
তিনি আরও বলেন, আজ তিনি কোনো একটি দলের নেত্রী নন; বরং সারা দেশের আপামর জনগণের নেত্রীতে পরিণত হয়েছেন- যার প্রমাণ তাঁর জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী এবং রেজিস্ট্রার মো. আইউব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা শেরে-বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করেন। সেখানে মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।